Home » » ডিমলায় খড়ের স্তুপে আগুন

ডিমলায় খড়ের স্তুপে আগুন

চিলাহাটি ওয়েব ডটকম : 02 February, 2018 | 11:29:00 PM

মাজহারুল ইসলাম, ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায কে বা কাহারা খড়ের স্তুপে আগুন দিয়েছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খালের বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানাগেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা গ্রামে উমেশ চন্দ্র রায়ের (খালের বাড়ী)তে বুহঃবার রাতে কে বা কাহারা বাড়ীর সংলগ্ন ২৫-৩০ বিঘা জমির খড়ের স্তুপে আগুন লাগিয়ে দেয়। বাড়ীর লোকজন হটাৎ করে আগুন জ্বলতে দেখে ডিমলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উপস্থিথ হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 
ডিমলা ফায়ার র্সাভিস অধিনায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, আগুনের খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই এবং ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এ ব্যাপারে ডিমলা থানার সাবইন্সপেক্টর ইমাদ উদ্দিন মোঃ ফারুক ফিরোজ খড়ের স্তুপে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে উমেশ চন্দ্র রায় বাদী হয়ে ডিমলা থানায় সাধারন ডায়রী হয়েছে।