Home » » ঠাকুরগাঁওয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 20 February, 2018 | 12:44:00 AM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জহুরুল ইসলাম। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ১ম বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক হাবিব মোহাম্মদ আহসানুর রহমান পাপ্পু, ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য নুর-এ-শাহাদাৎ স্বজন প্রমুখ। উদ্বোধনী খেলায় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী বনাম এ্যাপোলো ইলাভেন ক্লাবের সাথে খেলা অনুষ্ঠিত হয়। ক্রীকেট লীগে জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে।