Home » » বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে পার্বতীপুরে মানববন্ধন

বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে পার্বতীপুরে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 13 February, 2018 | 12:40:00 AM

বদরুদ্দোজা বুলু পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি”র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে দিনাজপুরের পার্বতীপুরে শান্ত প্রিয়ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুুপুরে ঢাকামোড় নামক স্থানে পার্বতীপুর উপজেলা, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক। 
তিনি বলেন, আমরা প্রতনিয়িত হয়রানি সম্মুক্ষীণ হচ্ছি। আর মিথ্যা মামলা যেন না হয় সে জন্য বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদসহ নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।