Home » » আনোরমারী কলেজে শহীদ মিনারের ভিত্তি স্থাপন

আনোরমারী কলেজে শহীদ মিনারের ভিত্তি স্থাপন

চিলাহাটি ওয়েব ডটকম : 13 February, 2018 | 12:32:00 AM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আনোরমারী ডিগ্রি কলেজে শহীদ মিনারের ভিত্তি প্রাস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে শহীদ মিনারের ভিত্তি প্রাস্তর স্থাপন করেন কলেজের সভাপতি নীলফামারী-৩ আসনের এমপি পতœী মোছাঃ মার্জিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, নোহালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক, গভর্ণিং বডির সদস্য বদরুল আলম, সোহরাব আলী, আতিকুল ইসলাম ও সুরুজ মিয়া। শহীদ মিনারের ভিত্তি প্রাস্তর স্থাপন শেষে অধ্যক্ষ রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যক্ষ, গভর্ণিং বডির সদস্য ও কলেজের শিক্ষকবৃন্দ একাডেমিক বিল্ডিয়ের জন্য এমপি মহোদয়ের প্রতিশ্র“তির বাস্তবায়নে তাঁর পতœী অত্র কলেজের সভাপতির নিকট জোর দাবী জানান। কলেজের সভাপতি মার্জিয়া সুলতানা তাঁর বক্তব্যে বলেন, অত্র কলেজে একাডেমিক বিল্ডিং নির্মানের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন এবং চলতি বছরেই বিল্ডিং হবে বলে উপস্থিত সকলকে আশ্বাস্ত করেন।