Home » » বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় হকারকে মারপিট

বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় হকারকে মারপিট

চিলাহাটি ওয়েব ডটকম : 17 February, 2018 | 10:52:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে পত্রিকা বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে পত্রিকা বিক্রেতা মাহাবুবার রহমাকে বেদম মারপিট করা হয়েছে। এ ঘটনায় পত্রিকার ওই পত্রিকা বিক্রেতা বাদি হয়ে ৪জনকে আসামী করে বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পত্রিকা বিক্রেতা মাহাবুব রহমান গত বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শহরের এম এইচ ডায়াগনষ্টিক সেন্টারে পত্রিকা বিক্রির মাসিক টাকা চাইতে গেলে সেখানকার মালিকের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে ডায়াগোনষ্টিক সেন্টারের মালিক ও কর্মচারিরা মাহাবুর রহমানকে বেদম মারপিট করে। সে জীবন বাঁচানোর তাগিতে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত আবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ বিষয়ে পত্রিকা বিক্রেতা মাহাবুব জানান, তিন মাসের পত্রিকা বিক্রির পাওনা টাকা না দিয়ে এমএইচ ডায়াগোনষ্টিক সেন্টারের মালিক এরশাদ ও জাহাঙ্গীর আমাকে অযথাই প্রতিদিন ঘুরাছিল। আমি ওদের কে বলি ভাই মাসের শেষে আমাকে পত্রিকা অফিসে টাকা পাঠাতে হয়। এই কথা বলে প্রতিবাদ করায় ডায়াগোনষ্টিক সেন্টারের মালিক সহ কর্মচারিরা মিলে আমাকে বেদম মারপিট করে। তবে এমএইচ ডায়াগোনষ্টিক সেন্টারের মালিক জাহাঙ্গীর আলম তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এব্যাপারে আমি বদরগঞ্জ থানায় অভিযোগ করেছি। বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শফিউল আলম সজল বলেন, মাহাবুর রহমানের শরীরে অনেক আঘাতের চিহৃ রয়েছে। হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান অভিযোগ পেয়েছি বিষয়টি সিরিয়াসলি ভাবে দেখা হবে।