Home » , » চিলাহাটিতে গাউসিয়া কমিটি উদ্দ্যেগে শীতবস্ত্র বিতরণ

চিলাহাটিতে গাউসিয়া কমিটি উদ্দ্যেগে শীতবস্ত্র বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 31 January, 2018 | 4:31:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারীর জেলার চিলাহাটিতে আজ বুধবার আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট এর অঙ্গ সংগঠন বাংলাদেশ গাউসিয়া কমিটি এর উদ্দ্যেগে তাহেরিয়া বদরুল আলম রোনা সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ২৫০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।
গাউসিয়া কমিটি চিলাহাটি শাখার আয়োজনে তাহেরিয়া বদরুল আলম রোনা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এ.টি.এম নজমুল আলম জোনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট এর সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গাউসিয়া কমিটি যুগ্ন মহাসচিব এ্যডভোকেট মুহাম্মদ মোছাহেব উদ্দীন বখতেয়ার,গাউসিয়া কমিটি ঢাকা মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মালেক,কোষাধাক্ষ আলহাজ্ব মুহাম্মদ হোসেন আলী,গাউসিয়া কমিটি চিলাহাটি শাখার সভাপতি তরিফুল আলম ডালিম,সাধাঃসম্পাদক রুহুল আমীন,ইউপি সদস্য মাতাহার আলীসহ চিলাহাটি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
কম্বল বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ গাউসিয়া কমিটি চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন তাহেরিয়া বদরুল আলম রোনা সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ফরিদুল ইসলাম।