Home » , » চিলাহাটিতে লিডারশীপ প্রশিক্ষন

চিলাহাটিতে লিডারশীপ প্রশিক্ষন

চিলাহাটি ওয়েব ডটকম : 23 January, 2018 | 10:19:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুবনারী” প্রকল্পের ৩ দিন ব্যাপী এ্যাডভোকেসী সভা,লবিং এবং লিডার শীপ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় এবং চিলাহাটি সমাজ উন্নয়ন যুব মহিলা সমিতির আয়োজনে (২৩-২৫ জানুয়ারীর ) ৩ দিন ব্যাপী এ্যাডভোকেসী সভা,লবিং এবং লিডার শীপ বিষয়ক প্রশিক্ষনের প্রথম দিনে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক, চিলাহাটি যুব প্রচেষ্টা সভাপতি মোকাদ্দেস হোসেন (লিটু) সহ ইউপি সদস্যবৃন্দ।
উক্ত প্রশিক্ষনের প্রশিক্ষক ছিলেন যুব নেতা মনিরুল ইসলাম হিমেল, মাসুম বিল্লা ও জিকরুল ইসলাম।