Home » » নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 09 January, 2018 | 11:49:00 PM

এম এ মোমেন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব : সকল স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণসহ ১১দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) বেলা ১১টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সকল সদস্যরা অংশ গ্রহণ করেন। শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি নীলফামারী সদর উপজেলা শাখার আহবায়ক মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপিত সারওয়ার মানিক, সাংগঠনিক সম্পাদক সুধির রায়, সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, শফিকুল ইসলাম, আব্দুল আজিজ প্রামানিক, হায়দার আলী, মুজিবুল হক প্রমুখ। বক্তরা বলেন, সকল স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণসহ ১১ দফা ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।