Home » » পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের ৩য় দিনেও গোবিন্দগঞ্জে পূর্নদিবস কর্মবিরতি পালন

পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের ৩য় দিনেও গোবিন্দগঞ্জে পূর্নদিবস কর্মবিরতি পালন

চিলাহাটি ওয়েব ডটকম : 29 January, 2018 | 11:36:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও পেনশন সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে ২য় দিনেও গোবিন্দগঞ্জ পৌর সভায় পূর্নদিবস কর্মবিরতি পালন করেছে গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। 
সোমবার ৩ দিনে সন্ধা ৭টায় গোবিন্দগঞ্জ পৌর ভবনে এ কর্মবিরতি পালন করে বক্তব্য রাখেন,বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা,রংপুর বিভাগীয় সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী, গোবিন্দগঞ্জ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাধারন সম্পাদক সামিউল ইসলাম,গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক মিলন কুমার সাহা,কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা,রংপুর বিভাগ অর্থ সম্পাদক ছাইদুর রহমান, পৌরসভার সচিব আব্দুর রহিম প্রামানিক, জেলা যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ চৌধরী,অর্থ সম্পাদক শাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,জেলা সদস্যএকেএম ফরিদুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক জেলা শাখার মিজানুর রহমান,রংপুর বিভাগ মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ইক্তারুন নেছা, জেলা ক্রীড়া সম্পাদক তিসাউর রহমান লাজুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।তারা অবিলম্বে ন্যায্য দাবী আদায় না হলে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান।