Home » » গণঅবস্থান কর্মসূচির সমর্থনে গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালদের সমাবেশ অনুষ্ঠিত

গণঅবস্থান কর্মসূচির সমর্থনে গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালদের সমাবেশ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 07 January, 2018 | 12:16:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পূর্ব ঘোষিত রংপুর ও রাজশাহী দুই বিভাগের প্রত্যেক জেলার শহীদ মিনারে গণ অবস্থান কর্মসূচির সমর্থনে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মাদারপুর গির্জার সামনে এক সমাবেশের আয়োাজন করা হয়। 
৬ জানুয়ারী শনিবার বিকেলে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কিমিটির সহ-সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, অ্যাডভোকেট মুরাদুজ্জামান, সাহেবগঞ্জ -বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির কোষাধ্যক্ষ আজমল হোসেন ও সদস্য বার্নাবাস টুডু প্রমূখ। সমাবেশে আগামী ১৬ জানুয়ারী দুটি বিভাগে সফলভাবে কর্মসূচি পালনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এরআগে একটি বিক্ষোভ মিছিল মাদারপুর ও জয়পুরপাড়ার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে গির্জার সামনে গিয়ে সভায় যোগদেন।