Home » » সুন্দরগঞ্জে জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 07 January, 2018 | 12:14:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে উপজেলায় জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। 
উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা দেন জাপা চেয়ারম্যানের আইন বিষয়ক উপদেষ্টা ও উপজেলা জাপার সভাপতি ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। 
 এতে উদ্বোধনী বক্তৃতা দেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিরু। বিশেষ অতিথির বক্তৃতা দেন রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ ও জাপার কেন্দ্রীয় সদস্য হাজী ইলিয়াছ। এসময় আরোও বক্তৃতা দেন জাপার উপজেলা সহ সভাপতি আনছার আলী সরদার, সাধারন সম্পাদক আঃ মান্নান মন্ডল, দপ্তর সম্পাদক রাকীব মোঃ হাদীউল ইসলাম ও পৌর সাধারন সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর।