Home » » দিনাজপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 04 January, 2018 | 11:47:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে সকাল সাড়ে ১১টায় এক বর্নাঢ্য আনন্দ র‌্যালী শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। র‌্যালী শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি তানভির ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনানসহ নেতৃবৃন্দ র‌্যালী ও কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আনন্দ র‌্যালী ও কেক কাটার আয়োজন করে। ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম সমাবেশে বক্তব্য দেন। এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর ড. মো. মফিজউল ইসলাম, হাবিপ্রবি শাখা ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, মোস্তফা তারেক চৌধুরী, মো. মামুন-উর-রশিদ, পলাশ চন্দ্র রায়, মমিনুল হক রাব্বি ও রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।