Home » » চাকুরী জাতীয় করণের দাবীতে বদরগঞ্জে অবস্থান কর্মসুচী

চাকুরী জাতীয় করণের দাবীতে বদরগঞ্জে অবস্থান কর্মসুচী

চিলাহাটি ওয়েব ডটকম : 21 January, 2018 | 9:18:00 PM

আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে রংপুরের বদরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের চাকুরী জাতীয় করণের দাবীতে তিনদিন ব্যাপী অবস্থান কর্মসুচী পালন করছে উপজেলার ৩০টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারগণ। উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ভবনের সামনে (২০,২১,২২) এই অবস্থান কর্মসুচীতে অংশ গ্রহণ করে তারা শান্তিপূর্নভাবে আন্দোলন কর্মসুচী অব্যাহত রেখেছে। গতকাল রবিবার অবস্থান কর্মসুচী চলাকালে সিএইচসিপি এসোসিয়েশনের উপজেলা সভাপতি মোঃ মাহফুজুর রহমান ডলার বলেন, আমাদের সার্বিক কর্মকান্ডের সফলতা এবং ডিজিটাল স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে আমাদের অগ্রণী ভুূমিকা থাকায় কর্তৃপক্ষ স্বেচ্ছায় ২০১৩সালে আমাদের রাজস্বখাতে অন্তর্ভুক্ত করণের উদ্যোগ নেয়। কিন্তু ৬ বছর পরেও সেই উদ্যোগ বাস্তবায়নের কোন দৃশ্যমান কর্মকান্ড আমাদের দৃষ্টিগোচর হয়নি। ওই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচসিপি শফিকুর রহমান বলেন, আমাদের মধ্যে প্রায় ৪৫০০জন মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানসহ প্রায় ১৪০০ হাজার সহকর্মী অদ্যাবধি ইনক্রিমেন্ট, বেতনবৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছি। যাহা আমাদের জন্য অত্যন্ত খারাপ সংবাদ। এমতাবস্থায় শান্তিপূর্ন আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোন পথ নেই। বর্তমানে আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে এমতাবস্থায় উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাদের দাবী মেনে না নিলে প্রয়োজনে আমরা সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসুচী গড়ে তুলব। তিনদিন ব্যাপী ওই আন্দোলন কর্মসুচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান, উপজেলা সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহ আলম মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজার রহমান, প্রচার সম্পাদিকা মোছাঃ তানজিলা ফারহানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাদা সরকার ও মোঃ ওবায়দুর রহমান প্রমুখ।