Home » » সৈয়দপুরে প্রবীণ সাংবাদিক মান্নানের ইন্তেকাল

সৈয়দপুরে প্রবীণ সাংবাদিক মান্নানের ইন্তেকাল

চিলাহাটি ওয়েব ডটকম : 21 January, 2018 | 8:56:00 PM

এম এ মোমেন, নীলফামারী বুরো,চিলাহাটি ওয়েব : নীলফামারীর সৈয়দপুরের প্রবীণ সাংবাদিক দৈনিক জনকন্ঠের সাবেক সৈয়দপুর প্রতিনিধি ও দৈনিক নীলফামারীর বার্তার স্টাফ রিপোর্টার এম এ মান্নান রোববার (২১ জানুয়ারী) বিকেল ৫টায় নিজ বাসভবন নতুন বাবুপাড়ায় ইন্তেকাল করেন। ইনাœলি.....রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর সৈয়দপুর জামে মসজিদে জানাযা শেষে হাতীখানা কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মূত্যুতে চিলাহাুিট ওয়েব পরিবার গভীর শোক প্রকাশ করছে।