Home » » দিনাজপুরে হাবিপ্রবির ওরিয়েন্টেশনে ইউজিসির চেয়ারম্যান

দিনাজপুরে হাবিপ্রবির ওরিয়েন্টেশনে ইউজিসির চেয়ারম্যান

চিলাহাটি ওয়েব ডটকম : 03 January, 2018 | 11:38:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ অনার্স শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বুধবার সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অডিটরিয়ামে ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর সভাপতিত্বে স্নাতক শ্রেণীর ২০১৮ শিক্ষা বর্ষের লেবেল-১ সেমিষ্টার-১ শ্রেণীর নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম এবং ডীনবৃন্দের পক্ষে পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মিজানুর রহমান, ভিএএস অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, হাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা মো. মমিনুল ইসলাম রাব্বি ও মো. রবিউল ইসলাম রবি, নবীন শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুর রহমান, সিএসই অনুষদের নাজনিন আক্তার এবং বিদেশী শিক্ষার্থী ইংরেজি বিভাগের ভারতের আছনা মসির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মো. রাশেদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যার স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে; পৃথিবীতে এমন নজির আর দ্বিতীয়টি নেই। বাংলাদেশ নামক এ দেশটির স্বাধীনতার জন্য অসামান্য নেতৃত্ব দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার সময় আমাদের যে অবস্থা ছিল বর্তমানে সেই অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়েছে। গত চার দশকে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়ক দিয়ে এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত হবো। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু পাঠদান নয় বরং জ্ঞান সৃষ্টি করা এবং এ কাজের জন্য দরকার ভাল মানের গবেষণা। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তি এখন এত বেশী এগিয়েছে যে বর্তমান প্রজন্ম আমাদের থেকে অনেক বেশি তথ্য সমৃদ্ধ। তোমরা এ প্রতিষ্ঠান থেকে জ্ঞান আহরন করে দেশ বিদেশে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রাখবে এবং নিজেদেরকে সৃজনশীল কর্মকান্ডের সঙ্গে যুক্ত রাখবে। অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।