Home » » গাইবান্ধায় পৌর কর্মচারীদের কর্মবিরতিতে কেন্দ্রীয় সভাপতি আলিম মোল্লা

গাইবান্ধায় পৌর কর্মচারীদের কর্মবিরতিতে কেন্দ্রীয় সভাপতি আলিম মোল্লা

চিলাহাটি ওয়েব ডটকম : 30 January, 2018 | 11:47:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা,প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পৌর কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা র্কর্মচারীরা সারাদেশের ন্যায় তৃতীয়দিনের মতো কর্মবিরতি পালন করে। এ উপলক্ষে সোমবার রাত ৮টায় তাৎক্ষনিকভাবে পৌর শহীদ মিনারে গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলিম মোল¬া। পৌর কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন ও সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারি, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমরান আলী, সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা, গাইবান্ধা জেলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আব্দুল আহাদ বাবু, নুরুল ইসলাম নুরু, সূচনা সরকার, নূর হোসেন প্রমূখ। কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, এদেশে কোনও আন্দোলন বৃথা যায়নি। আমি আশা করি, পৌর কর্মচারীদের আন্দোলনও বৃথা যাবে না। ৩২ হাজার ৫শ’ কর্মকর্তা কর্মচারীর ভাগ্যের আকাশে সুবহে সাদেক দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি তাতে আমাদের দাবি সরকার অবশ্যই মেনে নেবে। তিনি আরও বলেন, আমাকে কোনও হুমকি ধামকি দিয়ে থামানো যাবে না। আমি কারও রক্ত চক্ষুকে ভয় পাই না। আমাদের অহিংস আন্দোলন দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।