Home » » পার্বতীপুরসহ বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতী

পার্বতীপুরসহ বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতী

চিলাহাটি ওয়েব ডটকম : 02 January, 2018 | 12:45:00 AM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যদাসহ ৪ দফা দাবীতে কর্মবিরতী পালন শুরু করেছে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীরা। 
গতকাল সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যলয়ের সামনে উপজেলার ৪৪ জন স্বাস্থ্য সহকারী কর্মবিরতী পালন করেন। 
বাংলাদেশ হেলথ এসিস্ট্যোন্ট এসোসিয়েশন (বি,এইচ,এ,এ) পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্ম বিরতী পালন করা হয়। বি,এইচ,এ,এ পার্বতীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্ম বিরতী চলবে। এই কর্ম বিরতীর ফলে স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে।