Home » » শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মন্ডল পরিবার

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মন্ডল পরিবার

চিলাহাটি ওয়েব ডটকম : 27 January, 2018 | 11:54:00 PM

আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : প্রতিবারের ন্যায় এবারো ঘটা করে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মন্ডল পরিবারের সদস্যরা। রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের দক্ষিণ মমিনপুর গ্রামের মরহুম আব্দুল কাদের মন্ডল পরিবারের ঐতিহ্য ধরে রাখতে গতকাল শনিবার অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে দুই হাজার শীতবস্ত্র বিতরণ করেন মন্ডল পরিবারের সদস্য প্রধান সদস্য মোছাঃ হামিদা খাতুন ও তার মোছাঃ শামিমা আক্তার শাম্মি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এড. শফি কামাল, সহ-সভাপতি নুর মোহাম্মদ সরকার, ও সহ-সভাপতি রন্টু, সদর থানা সভাপতি আজহারুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মিলন, মমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শাহেব ও হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু ও পুলিশিং কমিটির সভপতি শামসুজ্জামান ভুট্রু প্রমুখ। কম্বল বিতরণকালে ওই এলাকার অসহায় আব্দুস সালাম (৪৮) ও মোসলেম মিয়া (৫২) তাদের অভিমত ব্যক্ত করে বলেন, এই মন্ডল পরিবার দীর্ঘদিন ধরে সমাজ সেবা করে যাচ্ছে। তারা সুখে দুঃখে আমাদের মত গরীব দুঃখীর পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন।