Home » » পলাশবাড়িতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

পলাশবাড়িতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

চিলাহাটি ওয়েব ডটকম : 26 January, 2018 | 10:18:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মোহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
স্থানীয় চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম মোকছেদ চৌধুরী প্রমুখ।