Home » » সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 25 January, 2018 | 4:40:00 PM

এম এ মোমেন, নীলফামারী বুরো,চিলাহাটি ওয়েব : নীলফামারীর সৈয়দপুরে আজ বৃহস্পতিবার ) দুপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আর্ন্তজাতিক বিষয়ক সহ সম্পাদক সংগীত শিল্পী বেবী নাজনীন। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আজিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম রেজা মাস্টার, জেলা যুব দলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, পৌর বিএনপির সভাপতি সামছুল আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, পারভেজ আলম গুড্ডু,জেলা যুবদলের কোষাধ্যক্ষ নাদিম আশরাফী, জেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটি সভাপতি ও ইউপি চেয়ারম্যান দুলাল বাবু।
এতে ২১৫ জন ছাত্রছাত্রীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভাল ফলাফলের জন্য স্কুল প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ছাত্র/ছাত্রী , অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।