Home » » ডিমলায় প্রতারনার অভিযোগে প্রভাষক গ্রেফতার

ডিমলায় প্রতারনার অভিযোগে প্রভাষক গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 24 January, 2018 | 10:55:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ডিমলায় প্রতারনার আশ্রয় নিয়ে মামার জমি জবর দখল করার অভিযোগে এক প্রভাষক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই প্রভাষককে আদালতে নিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। জানাগেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের পশ্চিম শালহাটি গ্রামের মৃত নছম উদ্দিনের পুত্র নুরল হক ও সিরাজুল হক কুমার পাড়া মৌজার ১৭৩২ নং খতিয়ানের ডিপি খং নং ৭৬৩ এর দাগ নং ৪২৭৩ হাল ৫১৪৮ দাগে ৫০শতক,৪২৬৪,৪২৬৫ হাল ৫২৫৯ দাগে ১৫ শতক, ৪৩৫৭ হাল ৫১৩৫ দাগে ১৮ শতক, ৪৩৫৮ হাল ৫১৩৬ দাগে ৫৩ শতক, ৩৯৫৯,৩৯৫৮,৩৯৬০ হাল ৪৮৫৯ দাগে ৪০ শতক এবং ৪৩৭১,৪৩৭০ হাল ৫১৩০ দাগে ৩২ শতক, মোট ১.৯৩ একর জমি সহ প্রায় ৪ একর জমি ক্রয় করে ভোগ দখল থাকাবস্থায় জমির পার্শবর্তী বাড়ি ও ভগ্নিপতি হওয়ার সুবাদে ডিমলা সদর ইউনিয়নের কুমার পাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র ইয়াছিন আলী ও তার পুত্র, ভাগ্নে আবু তালেব মিন্টু ও রিপন ইসলাম চাষাবাদ করে আসছিলো বিগত ১৫ বছর ধরে। গত ১বছর হতে ভগ্নিপতি ইয়াছিন আলী ও তার ২ পুত্র আবু তালেব মিন্টু ও রিপন ইসলাম উক্ত জমি ভুয়া মালিকানা দাবী করে আসছিল। প্রতারনার বিষয়টি বুঝতে পেরে সিরাজুল ইসলাম ও নুরল হক গত মঙ্গলবার তাদের জমিতে চাষাবাদে বাধা নিষেধ দিতে যায়, এ সময় ইয়াছিন আলী ও তার ২ পুত্র আবু তালেব মিন্টু ও রিপন ইসলাম তাদের পাল্লাভুক্ত লোকজন নিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে হাল চাষ করে উক্ত জমি জবর দখল করে নেয়। প্রতারনার আশ্রয় নিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জমি জবর দখলের বিষয়ে সিরাজুল ইসলাম বাদী হয়ে গত মঙ্গলবার ডিমলা থানায় অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি আবু তালেব মিন্টু জানতে পেরে মঙ্গলবার রাতে ডিমলা থানায় তদবির করার জন্য গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে গ্রেফতারকৃত আবু তালেব মিন্টু একটি ফাজিল মাদ্রাসার প্রভাষক।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে আবু তালেব মিন্টুকে গ্রেফতার করে বুধবার নীলফামারী আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।