Home » » দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ও স্কুল ছাত্র নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ও স্কুল ছাত্র নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 24 January, 2018 | 10:53:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র ও ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের বিরল উপজেলার ভারাডাঙ্গি বাজার সড়কের কালামাটিয়া ব্রীজের কাছে ধান বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র রায়হান ঘটনাস্থলে নিহত হন। রানীপুকুর গ্রামের মানিকের পুত্র রায়হান রবিপুর রংধনু রেসিডেন্সিয়াল স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। বাইসাইকেল যোগে বাসায় ফেরার পথে রায়হান দুর্ঘটনায় কবলিত হয়।
বিরল থানার এসআই দীপেন্দ্র নাথ সরকার জানান, বুধবার দুপুরে ময়না তদন্ত শেষে রায়হানের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় বিরল থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাত ৯টায় দিনাজপুরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর কলেজ বাজারের সামনে ঘোড়াঘাটগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন বাইসাইকেল চালক বিজিবি সদস্য নুর আলম। বিরামপুর থানার ওসি মোখলেসুর রহমান জানান, নিহত নুর আলম জোতমাধব গ্রামের আবুল কালামের ছেলে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত নুর আলম ছুটিতে গ্রামের বাড়ীতে এসেছিলেন।
আজ বুধবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় বিরামপুর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে