Home » » ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত : আহত-১

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত : আহত-১

চিলাহাটি ওয়েব ডটকম : 20 January, 2018 | 11:22:00 PM

আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরিফুল ইসলাম (২৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা আরোহী গুরুতর আহত হয়। আজ শনিবার সকালে উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের বখশীগঞ্জ ডিগ্রী কলেজ মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাটটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা জায়, উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম সকাল ৯টায় মোটরসাইকেল যোগে ট্যাক্সের হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তিনি বখশীগঞ্জ ডিগ্রী কলেজ মোড়ে প্রধান পাকা সড়কের উপর ওঠার সময় পার্বতীপুরের খয়েরপুকুরহাট গামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় তার সাথে সঙ্গে থাকা আরোহী একই ইউনিয়নের বাগবাড় দক্ষিণপাড়ার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান (২২) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়।