Home » » জলঢাকায় এস এ টিভি"র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জলঢাকায় এস এ টিভি"র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 19 January, 2018 | 10:10:00 PM

মনিরুজ্জামান লেবু,জলঢাকা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : আনন্দময় পরিবেশে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শুক্রবার বিকেলে নীলফামারীর জলঢাকা পালিত হলো এস এ টিভি"র পন্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্হানীয় প্রেসক্লাবে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এস এ টিভি"র নীলফামারী প্রতিনিধি মাহবুবর রহমান মনি"র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ।
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর সহ বিভিন্ন ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন।
আলোচনা শেষে স্পন্দন শিল্পী গোষ্ঠী"র পরিবেশনায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে জন্ম দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সৃচনা করেন এমপি গোলাম মোস্তফা।