Home » , » চিলাহাটিতে অবহিতকরন সভা অনুষ্ঠিত

চিলাহাটিতে অবহিতকরন সভা অনুষ্ঠিত

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুব নারী শীর্ষক “প্রকল্প অবহিতকরন সভা ” অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহঃবার দুপুরে সমাজ উন্নয়ন যুব মহিলা সমিতির আয়োজনে
একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় সমাজ উন্নয়ন যুব মহিলা সমিতির সভাপতি শেফালি বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ডোমার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম জিয়াবুল হক, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একরামুল হক, বাংলাদেশ টেলিভিশন সাবেক নেপথ্য কুশলি জি.এম. আব্দুর রাজ্জাক,ইউএসএস নীলফামারী’র প্রকল্প সমন্বয়কারী আব্দুর রউফ,আব্দুল কুদ্দুস সরকার,সমাজসেবক হুমায়ুন কবির মঞ্জু, চিলাহাটি সামাজিক নিরীক্ষা কমিটির সভাপতি আজাদুল হক প্রামানিক প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন চিলাহাটি যুবপ্রচেষ্টা সভাপতি মোকাদ্দেস হোসেন।
শেয়ার করুন :