Home » , » চিলাহাটিতে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ’র অফিস উদ্বোধন

চিলাহাটিতে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ’র অফিস উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 19 January, 2018 | 10:30:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়ন জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ’র অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধায় জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রিক্সা/ভ্যান শ্রমিক লীগ ডোমার উপজেলা শাখার সভাপতি নূরল আমীন বাবলু,সাধাঃসম্পাদক মোকাদ্দেস আলী মোক্কা, সহ-সাধাঃসম্পাদক সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ ডোমার উপজেলা শাখার সাধাঃসম্পাদক আখতারুল ইসলাম, ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সাধাঃসম্পাদক আলমগীর হোসেন,জাতীয় শ্রমিকলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধাঃ সম্পাদক শাহজাহান ইসলাম বিটুল প্রমূখ্য। 
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন জাতীয় শ্রমিকলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার যুগ্ন-সাধাঃসম্পাদক আতিকুর রহমান আতিক।