Home » » কিশোরগঞ্জে নীলফামারী পুলিশ সুপারের ৪শ’ কম্বল বিতরণ

কিশোরগঞ্জে নীলফামারী পুলিশ সুপারের ৪শ’ কম্বল বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 04 January, 2018 | 8:39:00 PM

মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৪ জানুয়ারী বিকালে গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে ৪শ’ কম্বল বিতরণ করেছেনে নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান ।
কিশোরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার থানা চত্বরে অনুষ্টিত কমিউনিটি পুলিশিং কমিটির মিলনমেলায় গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে ৪শ’ কম্বল বিতরণ করেছেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ। এদিকে মিলনমেলায় দিনভর সাংস্কৃতিক অনুষ্টান ও র‌্যাফেল ড্র অনুষ্টিত হয়।