Home » » সাংবাদিক ফজলুর রহমানের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

সাংবাদিক ফজলুর রহমানের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 30 December, 2017 | 11:34:00 PM

এম এ মোমেন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব : নীলফামারী থেকে প্রকাশিত দৈনিক নীলফামারী বার্তা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, দৈনিক ইত্তেফাক ও নিউনেশনের নীলফামারী জেলা প্রতিনিধি এবং নীলফামারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফজলুর রহমানের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। 
গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এই দিনে তিনি ভারতের কোলকাতায় নেতাজী শুভাস চন্দ্র বোস ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
 এ উপলক্ষে তার নিজ বাসভবন শাহীপাড়ায় কোরআন তেলাওয়াত, কবর জেয়ারত এবং শুক্রবার বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।