Home » » খানসামায় জেএসসিতে সফলতার শীর্ষে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়

খানসামায় জেএসসিতে সফলতার শীর্ষে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়

চিলাহাটি ওয়েব ডটকম : 30 December, 2017 | 11:40:00 PM

এস.এম.রকি, খানসামা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের খানসামা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ২০১৭ সালের জেএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে। 
 বিদ্যালয় সূত্রে জানা যায়, মোট পরীক্ষার্থী ছিল ১৩৫ জন এর মধ্যে পাস করেছে ১৩৪ জন, পাসের হার ৯৯.২৬%। 
 ১৩৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন, এ গ্রেড পেয়েছে-৬৩ জন, এ পেয়েছে-৩০ জন, বি গ্রেড পেয়েছে-০৭ জন, সি গ্রেড পেয়েছে-০৪ জন। 
এ বিষয়ে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান যে, এই ফলাফল বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রমের ফসল। আগামীতে এ ফলাফল অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।