Home » » ঠাকুরগাঁওয়ে কাশিবাড়ী স্কুলের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

ঠাকুরগাঁওয়ে কাশিবাড়ী স্কুলের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

চিলাহাটি ওয়েব ডটকম : 30 December, 2017 | 11:44:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ৩০ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কশালবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভবনটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 
উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার জনগনকে দিতে এসেছে এবং জনগনের উন্নয়নের শিক্ষাসহ সকল খাতে উন্নয়ন করেই চলেছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পঞ্চগড় জোন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেনহাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন প্রমুখ। 
উল্লেখ্য, কশালবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। ভবনটি নির্মানে কাজ করছে পঞ্চগড় জোন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।