Home » » জনস্বার্থবিহীন কাজ করে সরকারি অর্থের অপচয় করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

জনস্বার্থবিহীন কাজ করে সরকারি অর্থের অপচয় করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

চিলাহাটি ওয়েব ডটকম : 21 December, 2017 | 10:25:00 PM

মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : কিশোরগঞ্জ উপজেলার জনবহুল দুটি স্থানে ২০১৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ,নীলফামারী প্রায়-১১,০০০,০০/- (এগার লক্ষ) টাকা ব্যয়ে উপজেলা ভূমি অফিসের সামনের রাস্তার সংযোগ স্থলে একটি এবং জলঢাকা-রংপুর সড়কের সাথে কিশোরগঞ্জ-মাগুড়া সড়কের সংযোগস্থলে আর একটি পানির ফোয়ারা দৃষ্টিনন্দনের জন্য স্থাপন করে। ফোয়ারা দু্িট স্থাপনের পর থেকেই অকেজো অবস্থায় পড়ে রয়েছে । ফোয়ারা দুটিতে ঝর্ণা সৃষ্টি ও আলোক সজ্জার জন্য বৈদ্যুতিক মটর সংযোগের ব্যবস্থা প্রজেক্ট প্রক্কলনে বাজেট থাকলেও তা-আদৌ সংযোগ হয় নি। নাম মাত্র দায়সারা গোচের কাজ করে সরকারি টাকা আত্মসাত করা হয়েছে বলে স্থানীয় জনগণ মনে করছেন। অকেজো অবস্থায় পড়ে থাকায় ফোয়ারা দুটি এখন ডাষ্টবিন ও চা-পান দোকানদারদের দখলে। জনস্বার্থে আসেনা এরুপ প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থের অপচয় তদারকি করার কেউ নেই বলেই জনগণের ধারনা। কেননা যে উপজেলার মানুষ খানা খন্দক ভরা রাস্তায় চলাচলে নিত্য দূর্ভোগের শিকার, সীমাহীন কষ্টে যাদের যাতায়াত, সে উপজেলায় এরুপ উদ্দেশ্য বিহীন কাজে সরকারি অর্থের অপচয় করা হয় কার স্বার্থে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্থানীয় জনগণ তা-জানতে চায়। আর যদি দৃষ্টিনন্দনের জন্য স্থাপন করা হয়, তাহলে স্থাপনের পর থেকে তা-অচল কেন, জনমনে এটাই প্রশ্ন?