Home » » রংপুর সিটি নির্বাচনে জাপা’র জয়লাভে পার্বতীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রংপুর সিটি নির্বাচনে জাপা’র জয়লাভে পার্বতীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 28 December, 2017 | 12:18:00 AM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফিজুর রহমান মোস্তফা বিপুল ভোটে জয়লাভ করায় পার্বতীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আভ্দুল গফুর জানান গত সোমবার রাতে পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউপিতে সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫, পার্বতীপুর-ফুলবাড়ী আসনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুরকে মনোনয়ন দেয়ার জন্য জোর দাবী জানানো হয়। এদিকে একই দিনে ২ নং মন্মথপুর ইউপিতে সভাপতি লাল বাহাদুর, কাজী রুবেল, আলতাব, ৬ নং মোমিনপুর ইউপিতে রবিউল গণি ও হাবিবুর রহমান, ৭ নং মোস্তফাপুর বেলাল খান ও কাদের অনুরুপ নিজ নিজ ইউপিতে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেন। অপরদিকে পার্বতীপুর পৌর শহরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর এর নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপজেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দগণ ছাড়াও উপজেলা যুব সংহতির সভাপতি কাজী ফিজার উপস্থিত ছিলেন।