Home » » পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 28 December, 2017 | 12:12:00 AM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে বুধবার বেলা ১১টার দিকে বান্নিরঘাট নামক স্থানে একটি মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে বন্যা (৬) নামের এক শিশুর মর্মান্তি মৃত্যু হয়েছে। 

তার বাবার নাম রবিন্দ্র চন্দ্র রায়। বাড়ী পার্বতীপুর উপজেলার বান্নিরঘাট নামক গ্রামে।এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।পরে মাইক্রোবাসটি মালিক সমিতির হেফাজতে রাখা হয়েছে।
 এলাকাবাসীরা সড়ক অবরোধ করলে কিছুক্ষণ পরেই তারা অবরোধ তুলে নেন।