Home » » দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

চিলাহাটি ওয়েব ডটকম : 26 December, 2017 | 11:58:00 PM

দিনাজপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন, প্রত্যেক মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে। সবাই একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে। লক্ষ্য ও স্বপ্নহীন জীবনে সাফল্য আসেনা। সুনির্দিষ্ট স্বপ্ন থাকলে নিজ লক্ষ্যে পৌঁছতে অনেক সহজ হয়। ২৬ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর হলি ল্যান্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও একাডেমিক এ্যাওয়ার্ড-২০১৭ প্রদান অনুষ্ঠানে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের খেলাধুলা ও চিত্তবিনোদনে মনোযোগী করে তুলগে হবে। খেলাধুলা ও চিত্তবিনোদন শিক্ষার্থীদের লেখা-পড়ায় উৎসাহ যোগায়। তাই লেখা-পড়ার পাশাপাশি চিত্ত বিনোদনে শিক্ষার্থীরা মনোযোগী হলে খারাপ কাজ থেকে বিরত থাকবে। দিনাজপুর হলি ল্যান্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের কলেজ পরিদর্শক মোঃ ফারাজ উদ্দিন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ রৌশন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিকসহ অন্যান্য অতিথিবৃন্দ। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।