Home » » জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নে বিজিবি দিবস পালিত

জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নে বিজিবি দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 23 December, 2017 | 11:30:00 PM

মাহবুব হোসেন, হাকিমপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে বিজিবি দিবস পালিত। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দুপরের প্রিতিভোজের আয়োজন করা হয়। আলোচনার শুরুতেই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-র মহাপরিচালকের পক্ষ হইতে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহম্মাদ আনিসুল হক মৃত হাবিলদার আব্দুর রহমান বীরপ্রতিক স্বাধীনতা যুদ্ধে তৎকালিন ইপিআর এ কর্মরত থাকা অবস্থায় মৃত্য বরণ করায় তাহার দুই ছেলে অবসর প্রাপ্ত বিজিবি সদস্য মোঃ নুর ইসলাম ও মোঃ মিজানুর রহমানের হাতে সম্মাননা প্রদান করেন। এবং মরহুম বীরপ্রতিক আব্দুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম রকেট, জয়পুরহাট সিভিল সার্জন মোঃ আহসান হাবীব রেজা, জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেজর মাসরুম রুমী, ডি এ ডি মোঃ আবু সাঈদ মৃধা, বিজিবির ডিটাছ কমান্ডার হাবিলদার মোঃ কামাল হোসেন, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান অধ্যপক আকরাম হোসেন মন্ডল, জয়পুরহাট সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ আঃ মোমিন, জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিভিন্ন পদস্থ বিজিবি সদস্যগন ও বিজিবির নিজস্ব গোয়েন্দাগন, হাকিমপুর প্রেসকাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকায় প্রকাশক ও সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, হাকিমপুর রিপোর্টাস কাবের সভাপতি মোঃ মাহবুব হোসেন মেজর, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, জয়পুরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন।