স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুরে বিরল প্রজাতির ২টি শকুন অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আদিবাসীরা ১টি শকুনকে তীর ধনুক দিয়ে মেরে ফেলেছে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঠকঠকিয়া পাড়ায় বিরল প্রজাতির ২ অসুস্থ শকুন মাটিতে পড়ে থাকে। খবর পেয়ে স্থানীয় আদিবাসীরা তীর ধনুক দিয়ে ১টি শকুনকে মেরে ফেলে। মৃত শকুনটি বিক্রির চেষ্টা করলে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে আদিবাসীরা শকুনটি রেখে পালিয়ে যায়।
আরেকটি শকুন এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় শহিদুল ইসলামের বাসায় রাখেন। কিন্তু শকুনটি ছেড়ে দেয়া হলেও দুর্বলতার কারণে উড়তে পারেনি। গ্রাম পুলিশের দফাদার বাবলু হোসেন বলেন, অসুস্থ শকুনটিকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা প্রানীসম্পদ বিভাগের ডাঃ মোঃ ইউনুস আলী জানান, শকুনটি কোন কারণে আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। সুস্থ্য হলে শকুনটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।