Home » » জলঢাকায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন

জলঢাকায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 22 December, 2017 | 11:29:00 PM

মনিরুজ্জামান লেবু,জলঢাকা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর জলঢাকায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাঁ। 
শুক্রবার বিকেলে পৌরশহরের জলঢাকা কলেজ রোডস্থ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে ফিতা কেঁটে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।
 এ সময় উপস্থিত ছিলেন,স্থ্নাীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, নীলফামারী জেলা প্রশাসক মুহাম্মদ খালেদ রহীম, মিল্ক ইউনিয়ন এর ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু,রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুস সামাদ ফকির,রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল্লাহ আল হাদী,উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,জলঢাকা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক ডাঃ জাহিদুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী,সদস্য সচীব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ।
 উদ্বোধন শেষে মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে দুগ্ধ খামারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খামারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাঁ ।