Home » » চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আর নেই

চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আর নেই

চিলাহাটি ওয়েব ডটকম : 25 November, 2017 | 6:05:00 PM
আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বি এস সি (৫৫) গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি.......­ রাজিউন। আজ শনিবার তার নিজ বাড়ী গোমনাতী ইউনিয়নের মাষ্টারপাড়ার পারিবারিক কবরস্থানে দুপুর ২.৪০ মিনিটে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিলাহাটি প্রেসক্লাবের সদস্যবৃন্দ, ডোমার উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীগন।