Home » , » চিলাহাটি প্রেসক্লাব সদস্য'র পিতার ইন্তেকাল

চিলাহাটি প্রেসক্লাব সদস্য'র পিতার ইন্তেকাল

চিলাহাটি ওয়েব ডটকম : 25 November, 2017 | 5:59:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি প্রেসক্লাবের সদস্য পলাশ মাহবুবের পিতা চাঁদ মউদ্দীন ওরফে বাচ্চু কুলি গত শনিবার ভোর ৩টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না….রাজিউন।
মৃতু কালে তার বয়স ছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ৪ ছেলে রেখে যান। চিলাহাটি রেলওয়ে স্টেশনে দুপুর ২টার সময় মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে চিলাহাটি খাদগুদামের পিছনে কবরস্থানে দাফন করা হয়।