Home » » দিনাজপুরে পরিবহন ধর্মঘট অব্যাহত চরম দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরে পরিবহন ধর্মঘট অব্যাহত চরম দুর্ভোগে সাধারণ মানুষ

চিলাহাটি ওয়েব ডটকম : 25 November, 2017 | 1:29:00 AM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব :২টি যাত্রীবাহী বাস পোড়ানোর ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মালিক ও শ্রমিক ঐক্যপরিষদের আহ্বানে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের শুক্রবার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। পরিবহন ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার রাতে দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাহী একটি বাসকে সাইড দেয়াকে কেন্দ্র করে ছাত্র-শ্রমিক সংঘর্ষে ছাত্ররা ২টি যাত্রীবাহী বাস আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবীতে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ঐক্যপরিষদ বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেন। শুক্রবার ধর্মঘটের দ্ব্তিীয়দিন অতিবাহিত হয়েছে। ধর্মঘটী মালিক ও শ্রমিকেরা জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিকল্প যাতায়াত ব্যবস্থা হিসেবে অটো বাইক ও নছিমন-করিমনে বেশি টাকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে জরুরী প্রয়োজনে সাধারণ মানুষকে।