Home » » এসএসসি ব্যাচ-৯৮-এর ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বন্ধু সমাবেশ

এসএসসি ব্যাচ-৯৮-এর ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বন্ধু সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : 23 November, 2017 | 9:38:00 AM

॥ গোলাম মোস্তফা রাঙ্গা ॥ 
এসএসসি ব্যাচ’৯৮, লালমনিরহাট-এর ২০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে দিনব্যাপি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, বনভোজন ও ব্যাফেল ড্র আগামী ১ ডিসেম্বর শুক্রবার লালমরিহাট মিলিটরি ফার্ম-এ অনুষ্ঠিত হবে। “এসো মিলি প্রাণের মেলায়, নাড়ির টানে ফিরি সেই ছোট্ট বেলায়” এই প্রত্যয়ে আয়োজিত বন্ধু সমাবেশে গুরুত্বসহকারে থাকছে আগত শীতের প্রকপে লালমনিরহাট জেলার দুস্থদের শীতবস্ত্র বিতরণের পূর্ব প্রস্তুতিমূলক সভাসহ নানান সামাজিক উন্নয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। সমাবেশে উপস্থিত থাকবেন এসএসসি ব্যাচ’৯৮-এর এম মনিরুজ্জামান পাটোয়ারী রনি, রতনপাল, মাহাবুব হাসান মনু, সৈয়দ মাহবুবুর রহমান, নাহিদ শেখ, জহুরুল ইসলাম মিলন, রেজাউল আলম রেজা, মিজানুর রহমান রাসেল, শামীম আহমেদ, হাসান শাওন, এরশাদ হোসেন মুরাদ, শফিকুল ইসলাম রাজিব, শেখ সোহেল রানা, হাফিজুর রহমান, শারিফুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, জাহিদ হাসান, ফরিদুজ্জামান স্বপন, শফিকুল ইসলাম পাটোয়ারী বাবু, আশরাফুজ্জামান রাসেল, সানোয়ার হোসেন সুমন, সোহেল, সুমন সাহা, সোলাইমান সরকার, রেজাউল করিম লিমন, আলমগীর চৌধুরী, প্রদীপ কুমার রায়, তুষার বর্মন, জাহিদুজ্জামান, মাসুদ আহম্মেদ রেজা, সুরঞ্জিত সাহা, ইব্রাহীম আলী, উত্তম কুমার রায়, তামজিদুল ইসলাম সুমন, রাশেদুল করিম, শাহিন মিয়া, আবু তালেব লেলিন, সৈয়দ আলী, শহিউল ইসলাম, ইসহাক, শুভ, সনজীব কৃষ্ণ রায়, পাভেল, সাজেদুর রহমান সাগর, শাহাদাত হোসেন শামীম, দেলোয়ার হোসেন, জুয়েল, মনিরুজ্জামান, রিতা, নাজমা, হ্যাপি, রিমু, তানবিন, বুলবুলী, রেজওয়ানা রহমান রাঙাসহ আরো অনেকেই। বন্ধু সমাবেশের আকর্ষণ থাকচ্ছে এসএসসি ব্যাচ’৯৮-এর ব্যান্ড শিল্পী ফেরদৌস মাহমুদের গান, কমেডিয়ান গোলাম মোস্তফা রাঙ্গা একক অভিনয়, আবৃত্তি শিল্পী সুমন সাহার কবিতা।