Home » » খানসামায় পিএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২১১ জন

খানসামায় পিএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২১১ জন

চিলাহাটি ওয়েব ডটকম : 19 November, 2017 | 11:43:00 PM

এস.এম.রকি, খানসামা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার প্রথমদিনেই ঝড়ে পড়ল ২১১ জন শিক্ষার্থী। ১৯ নভেম্বর রবিবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় ৬ টি কেন্দ্রে ৪০১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও ২১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে মেয়েদের তুলনায় ছেলেদের অনুপস্থিতি বেশি ছিল। খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৬টি কেন্দ্রে এবার প্রাথমিক বিদ্যালয়ের বালক ১৮০৭ জন ও বালিকা ১৯১৩ জন সহ মোট ৩৭২০ এবং মাদ্রাসার বালক ১৯৭ জন ও বালিকা ১০০ জন মোট ২৯৭ জন পরীক্ষার্থী ছিল। কিন্তু প্রাথমিকের বালক ১০৫ জন ও বালিকা ৫৭ জন সহ মোট ১৬২ জন এবং মাদ্রাসার বালক ২৮ জন ও বালিকা ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মান্নান সাংবাদিকদের জানান, পারিবারিক সমস্যা, ভাল শিক্ষালাভের জন্য গ্রাম হতে শহরে প্রত্যাবর্তন করা, একই সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, অনেকের প্রস্তুতি খারাপ থাকা এবং অভিভাবকদের সচেতনতার অভাবে আজকের এই অনুপস্থিতি।