Home » » দিনাজপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

দিনাজপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 13 October, 2017 | 1:26:00 AM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুরে বৃহস্পতিবার বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে।
 দিনাজপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে সকালে ডিসি অফিসের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। 
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুল আলমের সভাপতিত্বে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোখসানা বানু হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম বাবু প্রমুখ।