Home » » দিনাজপুর সীমান্তে ৩৯ লাখ টাকার ওষুধসহ ২ জন গ্রেফতার

দিনাজপুর সীমান্তে ৩৯ লাখ টাকার ওষুধসহ ২ জন গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 04 June, 2017 | 1:01:00 AM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো, চিলাহাটি ওয়েব : দিনাজপুর সীমান্তে অবৈধ পথে আসা ৩৯ লক্ষ টাকার ওষুধসহ বিজিবি ২ চোরাকারবারীকে আটক করেছে।
 দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শিকদার লাভলু মিয়া জানান, শনিবার ভোরে সীমান্তবর্তী গ্রাম ফকিরপাড়ায় টহলকালে বিজিবির সদস্যরা অবৈধভাবে ভারত থেকে আনা ১ লাখ ৩০ হাজার পিস প্রাকটিন ও ডক্সিন উদ্ধার করেন। 
এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি শিশুসহ ২ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। এরা হচ্ছে হাকিমপুর উপজেলার বৈগ্রামের তাইজুল ইসলামের ছেলে রিফাত বাবু ও ধরন্দা গ্রামের মমিন হোসেনের ছেলে লিটন। হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, বিজিবি বাদী হয়ে আটক ২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। 
জব্দকৃত ওষুধ থানায় জমা দেয়া হয়েছে। শনিবার দুপুরে আসামীদের দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।