স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো, চিলাহাটি ওয়েব : দিনাজপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশী যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
দিনাজপুরের ২৯ বিজিবির বিরামপুর উপজেলার ঘাসুরিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোকছেদ আলী জানান, শুক্রবার সকালে দামোদরপুর সীমান্ত মেইন পিলার ২৮৯/২১ সাব পিলার এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ’র হাতে ধরা পড়েন বাংলাদেশী যুবক আজিমুদ্দিন।
বিরামপুর উপজেলার কেশবপুর গ্রামের কবেজউদ্দীনের ছেলে আজিমুদ্দিনের আটকের খবর পেয়ে ঘাসুরিয়া বিজিবির ক্যাম্পের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানালে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশী যুবক আজিমুদ্দিনকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেন।