Home » » নাজাতের উছিলা রমজান

নাজাতের উছিলা রমজান

চিলাহাটি ওয়েব ডটকম : 01 June, 2017 | 1:54:00 AM

> শেখ আব্দুর রশিদ < 

 সুবাহান আল্লাহ্‌ আলহামদুলিল্লাহ্‌,
এক মাত্র মালিক তুমি আল্লাহ্‌।
 বছরে দিলে এক মাস রোজা,
মওকুফ করতে পাপী বান্দার সাজা।

 নিজ হাতে দিবে রোজার প্রতিদান,
কোরআন ও হাদিসে মিলে তাহারই প্রমাণ।
ভালবেসে করেছো সৃষ্টি মানবকুল, 
দিয়েছো রোজা তুমি শুধরাতে ভুল।

শয়তানকে এক মাস বেঁধে রাখো শিকলে।
বান্দার ইবাদত যেন না যায় বিফলে।
উছিলা খুঁজো তুমি বান্দাকে ক্ষমা করিতে,
বারবার বলেছো কোরআনে নামাজ পড়িতে।

 নামাজ বেহেস্তের চাবি দিয়েছো ঘোষণা,
নামাজ ছাড়া জান্নাত ভাবা যায়না।
সারা বছরে আছে যতো ছোট বড় ভুল,
করতে বলেছো পবিত্র রমজানে উসুল।

দানের মাধ্যমে মজবুত হয় যে ঈমান,
রমজানে বেশী বেশী করি যেন দান।
খালিস দিলে রোজাদারকে করালে ইফতার,
রোজাদারের সমান ছোয়াব মিলেবে তাহার।

 নেক কাজের প্রতিদান দিয়েছো বাড়িয়ে,
গোনাহ গুলো যেন নিতে পারে সকলে মাফ করিয়ে।
আমি এক পাপী বান্দা করি ফরিয়াদ,
রাখতে পারি যেন সব রোজা করেছি নিয়াত।

 সুস্থ রেখো আমায় সারাটি মাস,
এবাদত বন্দেগির মাঝে যেন হয় আমার বাস।
কবুল করো আল্লাহ্‌ আমার মোনাজাত,
পাপ গুলো ক্ষমা করে দিও আমায় নাজাত।