Home » , , » কেতকীবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উম্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

কেতকীবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উম্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 07 May, 2017 | 11:44:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়েনের ৩নং ওয়ার্ডের স্থানীয় জনগনের অংশগ্রহণের ভিত্তিতে দালালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড পর্যায়ে উন্মক্ত সভা গত রবিবার (৩০ এপ্রিল) সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু।
প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজন সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগীতা। সততা, সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিষদের উদ্যোগে সকল কর্মকান্ড বাস্তবায়িত হবে। ভবিষ্যৎ প্রজন্মরা যাতে মাদক-জুয়ার সাথে সম্পৃক্ত হতে না পারে সেজন্য অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। বাল্যবিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সবাইকে হতে হবে সোচ্চার।
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,সমাজ সেবক হামিদুল ইসলাম লেলিন।
সভায় এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী মতলুবর রহমান,নবিরুল ইসলাম,মাহবুবুল ইসলাম,রব্বানী,ফতেমা বেগম,চামেলি,রুবি প্রমূখসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ।