Home » , » চিলাহাটিতে ম্যারেজ এন্ড সোস্যাল মিডিয়া সেন্টার উদ্বোধন

চিলাহাটিতে ম্যারেজ এন্ড সোস্যাল মিডিয়া সেন্টার উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 31 May, 2017 | 4:00:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : বাল্যবিবাহ প্রতিরোধ ও সঠিক সময়ে উপযুক্ত পাত্র-পাত্রীর বিবাহ দেওয়ার নিমিত্তে উদ্বোধন হলো চিলাহাটি ম্যারেজ এন্ড সোস্যাল মিডিয়া সেন্টার।
সম্প্রতি নীলফামারী জেলার চিলাহাটিতে এটির উদ্বোধন করেন ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া। চিলাহাটি জে.ইউ.ফাজিল (বি.এ) মাদারাসা চত্তরে বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবির মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন-ভোগডাবুড়ী ইউপি’র চেয়ারম্যান একরামুল হক। আ’লীগ নেতা তারিক আকরাম তপন, উত্তর ভোগডাবুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আলম,সানমুন কিন্ডার গার্টেন অধ্যক্ষ আজাদুল হক প্রামানিক, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু,অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনার রহমানসহ সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চিলাহাটি ম্যারেজ এন্ড সোস্যাল মিডিয়া সেন্টারের আহব্বায়ক দিদার সহিদ লিডার।
চিলাহাটি ম্যারেজ এন্ড সোস্যাল মিডিয়া সেন্টারের আহব্বায়ক দিদার সহিদ লিডার বলেন-এই সেন্টারের মাধ্যমে বিভিন্ন ধর্মাবলির মানুষের বিবাহের জন্য সু-যোগ্য পত্র-পাত্রী ব্যাবস্থা করা হবে। প্রয়োজনে ঃ ০১৭৫১১৪০৫৭০।