Home » , , » চিলাহাটিতে আন্তঃনগর ট্রেন থেকে ৪৪ বোতল উদ্ধার

চিলাহাটিতে আন্তঃনগর ট্রেন থেকে ৪৪ বোতল উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : 02 May, 2017 | 3:23:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে আন্তঃনগর ট্রেনের পানির টেংকি থেকে ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ।
গতকাল সোমবার খুলনা থেকে চিলাহাটির উদ্দ্যেশে ছেড়ে আসা আন্তঃনগর রুপসা ট্রেনটি সৈয়দপুর ষ্টেশনে পৌচ্ছালে গোপন সংবাদের ভিত্তিত্বে সৈয়দপুর রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ মোঃ আজাদ এর নেতৃত্বে ডিবির এসআই আব্দুল মমিন,রেলওয়ে থানার এএসআই শান্ত কুমার রায়, এএসআই আনিছ ও সদর জোনের এএসআই রেজাউল ইসলাম ওই ট্রেনের ছাদে তল্লাশী চালিয়ে ৭৯২০ নম্বর বগির পানির টেংকির ভিতর থেকে এই ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
স্থানীয় ব্যবসায়ী আনোয়ার চিলাহাটি ওয়েব ডটকমকে জানান, বিগত কয়েক দিন থেকে এই আন্তঃনগর ট্রেন গুলোর পানির টেংকির ভিতরে ফেন্সিডিল আসছে। চিলাহাটি রেলওয়ে ষ্টেশনে ইতিপূর্বে একাধিকবার রেলওয়ের পুলিশ পানির টেংকি থেকে ফেন্সিডিল উদ্ধার করে নিয়ে গেছে। কোথায় থেকে আসছে, কিভাবে আসছে বহনকারী ট্রেনের কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা দরকার।