Home » , » চিলাহাটিতে বজ্রপাতে এক শিশু আহত

চিলাহাটিতে বজ্রপাতে এক শিশু আহত

চিলাহাটি ওয়েব ডটকম : 21 May, 2017 | 6:02:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বজ্রপাতে এক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে,জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়েনের ৮নং ওয়ার্ডের ইন্দ্রিরা পাড়া গ্রামে আজ রবিবার সকাল ৭টা ৩০মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান চিলাহাটি ওয়েব ডটকমকে জানান, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল সেই সাথে মেঘের গর্জনও।হঠাৎ করে আমার চাচা সাইনূল এর উঠানে বজ্র পরে ফলে টিভি ফুটে যায় এবং রান্না ঘড়ের পার্শ্বে গলিঘরের ভিতরে খলতে যাওয়া আমার চাচাত ভাই সুমন এর উপর এর ছাটা পড়লে সে গলাকাটা মুরগীর মতো লাফতে থাকে এবং তার কোমর থেকে অনেক স্থানে পুড়ে যায়।
এলাকাবাসী নূরনবী চিলাহাটি ওয়েব ডটকমকে জানায়, তাকে আশংখ্য জনক অবস্থায় প্রথমে বোড়াগাড়ী এরপর রংপুর মেডিকের হাসপাতালে ভর্তি করা হয়।
কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহরুল হক দিপু বিষয়টি চিলাহাটি ওয়েব ডটকমকে নিশ্চিত করেন।